Logo

আন্তর্জাতিক    >>   ন্যাটো পশ্চিমা সামরিক সহায়তার দায়িত্বে

ন্যাটো পশ্চিমা সামরিক সহায়তার দায়িত্বে

ন্যাটো পশ্চিমা সামরিক সহায়তার দায়িত্বে

যুক্তরাষ্ট্রের পরিবর্তে ন্যাটো এবার থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব নিয়েছে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই সংবাদটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “এই পদক্ষেপটির উদ্দেশ্য হচ্ছে ন্যাটোবিরোধী প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। ন্যাটো রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরো প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে এবং বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন।”

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, “ন্যাটোকে এই দায়িত্ব দেওয়া হলেও ইউক্রেনের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।”

তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোরবিরোধী। তিনি ইতোমধ্যে বলেছিলেন, “হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।”

ন্যাটোকে এই দায়িত্ব দেওয়ার ফলে ইউক্রেনের সামরিক সহায়তা ব্যবস্থায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না আসলেও এটি ন্যাটো ও রাশিয়ার মধ্যে নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। এ পদক্ষেপ রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert